ঢাকাস্থ সেগুন বাগিচায় এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে স্বার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গত ১১ই ডিসেম্বর সর্ব প্রথম সম্মাননা পদক পেয়েছেন পাইকগাছার কৃতি সন্তান সুযোগ্য সুদক্ষ সংগঠক পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এ্যাড এফ, এম,এ রাজ্জাক।
তিনি দ্বিতীয়বারের মতো আবারো আইন ও মানবাধিকার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ ফাউন্ডেশনের আয়োজনে ১৪ ই জানুয়ারি ২০২২ শুক্রবার সন্ধ্যায় আইডিইবি ভবন কাকরাইল ঢাকাস্থ সেমিনার হলে বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোঃ আবু তারিক এর সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউসন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর হাত থেকে স্বর্ণপদক নিলেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার কর্মী, পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃএফ, এম, এ রাজ্জাক।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম আপীল ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম,ফারুক,স্মৃতিচারণে বিটিআরসি ও বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর সুযোগ্য সন্তান সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ প্রমুখ। অনুষ্ঠানে সারা বাংলাদেশে ২০জন এ পদক পেয়েছেন যার মধ্যে দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক পেয়েছেন এ্যাডঃএফ, এম, এ রাজ্জাক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।