আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের গৌরব উজ্জল সাফল্য ও সংগ্রামের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।

২৭ জুলাই মঙ্গলবার ১০ টায় দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে। এরপর দলীয় কার্যালয়ে কেক কেটে ১ম পর্বের কর্মসৃচী পালিত হয়েছে। পরে ২য় পর্বে উপজেলা আওয়ামীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীদের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আলিম সুজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান,বানা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওয়াহিদুজ্জামান তুষার,

উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,পৌর সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক কামরুজ্জামান কদর.বানা ইউপি সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হান্নান বিশ্বাস,সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার আহমেদ টিটো, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ , পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান, সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ সহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর প্রায় ১ হাজার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি গাছ রোপন করেন নেতাকর্মীরা।