![ইবনে সিনায় চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মাওলা চৌধুরীর শয্যা পাশে কাজী মামুন](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/04/kk88.jpg)
ব্রেনস্টোকে গুরুতর অসুস্থ জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরীকে দেখতে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ।
শনিবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন গোলাম মাওলা চৌধুরীর সবশেষ স্বাস্থ্যগত অবস্থা দেখতে ও খোঁজখবর নিতে যান কাজী মামুন।
এসময় তিনি অচেতন গোলাম মাওলা চৌধুরীর শয্যা পাশে বেশকিছু সময় অবস্থান করেন। সাবেক এই জাপা নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের সান্তনা দেন বিরোধী দলীয় নেতার মূখপাত্র।
এসময় কাজী মামুনের সঙ্গে ছিলেন জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, গণদলের মহাসচিব আবু সৈয়দ, গণদল নেতা শাহ আলম তালুকদার, নুরুল করিম চৌধুরী, গোলাম মাওলা চৌধুরীর ছোট ভাই ও ফেনী জেলা জাপার সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদসহ পরিবারের সদস্যবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।