কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের নামে মিথ্যা মামলা এবং ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের পাশে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, প্রগতিশীল শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।