আজ সোমবার (১মে) দুপুর ১২ টায় খুলনা নূরনগর নির্বাচন অফিস কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে খুলনা নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, প্রধান নির্বাচনী এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, সহকারী সমন্বয়কারী আবু মোঃ গালিব, সহকারী মিডিয়া সমন্বয়কারী মোঃ মিরাজ আল সাদি, ছাত্র নেতা মোঃ ফয়সাল হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।