চিতলমারী প্রতিনিধি: দলীয় প্রার্থীর বিরুদ্ধে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বাগেরহাট জেলার চিতলমারীতে দল থেকে সাময়িক বহিস্কার হয়েছে উপজেলা আওয়ামীলীগের ০৪জন।
দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী না হবার জন্য তাদের উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিলো। উপজেলা আওয়ামীলীগের দলীয় প্যাডে তাদের বহিস্কারাদেশ প্রেরণ করেন উপজেলা আওয়ামীলীগ। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারন সম্পাদক পীযুষ কান্তি রায়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায় বলেন,কেন্দ্রিয় এবং জেলা সিদ্ধান্ত মোতাবেক যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়ে দলের সিদ্ধান্ত অমান্য করেছে তাদের দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যেয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীরা দলে থাকতে পারবেনা।তাদের দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।বহিস্কারের অনুলিপি জেলা আওয়ামীলীগ বরাবর পাঠানো হয়েছে।নির্বাচনে আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম কোন সংগঠন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেলে তার বিরুদ্ধে ব্যবস্থ্যা নেবে বাংলাদেশ আওয়ামীলীগ।
বহিস্কার প্রাপ্তরা হলেন, ১নং বড়বাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী অহিদুজ্জামান পান্না,২নং কলাতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানশিকদার মতিয়ার রহমান,শেখ ফরিদ,৫নং সদর ইউনিয়নের সাহেব আলী ফরাজী(সাবেক জিএস,শেরে বাংলা কলেজ)। দলীয় সিদ্ধান্তে প্রতিকৃয়া জানতে চেয়ারম্যান মতিয়ার রহমানকে ফোন করলে ফোন রিসিভ করেন নাই এবং অহিদুজ্জামান পান্নার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না কেটে দেন।অপর প্রার্থীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।