জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিস।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী জননেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমদু এম.পি বলেছেন জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাস করে। কারণ একটি গণতান্ত্রিক দেশে ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই। সেই লক্ষ্যে সারাদেশে দলকে তৃণমূলে সুসংগঠিত করে আগামী নির্বাচনে ১৫১ আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে জাতীয় পার্টি কাজ করছে। অতীতে শত প্রতিকূলতার মাঝেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়ে সংসদীয় গণতন্ত্র রক্ষার নজির স্থাপন করেছে। আগামীতেও জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে দল ক্ষমতায় যাবে। আমাদের দল সন্ত্রাস, দূর্নীতি, স্বজনপ্রীতি, হরতাল, ভাংচুর জ্বালাও পোড়াও আন্দোলনে নয় সহনশীল উদার গণতন্ত্র ও উন্নয়নে বিশ্বাস করে। তাই দেশের মানুষ আমাদের ৯ বছরের উন্নয়ন ও ৯০ পরবর্তী সময়ে গঠন মূলক রাজনীতির কারণে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ ৯০ পরবর্তী সময়ে যারা বার বার ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের চাইতে নিজেদের ভাগ্যে বদলে বেশী মনোযোগী ছিলেন। তিনি চট্টগ্রামে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠন শক্তিশালী করার নির্দেশ প্রদান করেন। তিনি আজ ৯ নভেম্বর বেলা ১২ টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে নগর জাপা আহ্বায়ক মাহজাবীন মোরশেদ এম.পির সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব এয়াকুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জননেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু এম.পি বলেছেন সারা দেশের মানুষ চট্টগ্রামে পল্লীবন্ধু এরশাদের মহাসমাবেশের দিকে তাকিয়ে আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন পল্লীবন্ধু। তাই এই মহাসমাবেশে সর্ব শক্তি দিয়ে সফল করতে তিনি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম, উত্তর জেলা জাপা আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরী, দক্ষিণ জেলা সদস্য সচিব নুরুচ্ছাফা সরকার, উত্তর জেলা সদস্য সচিব শফিকুল আলম চৌধুরী, নগর জাপা যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জানে আলম বাহার, ওসমান খান, আনিসুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব এম. আলি আজগর চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান পল্টু, আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী, নগর জাপা নেতা জহিরুল ইসলাম রেজা, জসিম উদ্দিন, রেজাউল করিম রেজা, খোকন চৌধুরী, এম. আজগর আলী, রেকেয়া খানম, ছাত্র নেতা সালাউদ্দিন খোরশেদ চৌধুরী, নজরুল ইসলাম, এস. জিন্নাহ, দিদারুল আলম মনু, রানা মহাজনপ প্রমুখ।