ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানালেন রিপোর্টার্স ইউনিটি

 

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি। আজ সোমবার দুপুরে সদর পৌরসভা মেয়রের কক্ষে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান রিপোর্টার্স ইউনিটির নেতারা।
এসময় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, প্রচার সম্পাদক রেদওয়ানুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় পৌর মেয়র মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, আমি নির্বাচনের আগে সংবাদকর্মীদের কথা দিয়েছিলাম পাশে থাকবো। পৌর মেয়রের দায়িত্ব থাকাকালিন সময়ে সার্বিক সহযোগীতাসহ সর্বক্ষেত্রে আগামী দিনেও পাশে থাকবো বলে জানান তিনি।