সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (৭ নভেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। বেপজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এর আগে মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) অফিসার ছিলেন। তিনি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।