অর্জুন রায়, দিনাজপুর: ৩১ আগস্ট মঙ্গলবার জেলা আইনজীবী সমিতি’র প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর ইউনিটের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে সারাদেশে একযোগে বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, মুক্তিযুদ্ধকালে রনাঙ্গনের জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিরোত্তম এর মুক্তিযুদ্ধের অসামান্য অবদানকে উপেক্ষা করে অবদান সম্পর্কে প্রধানমন্ত্রীর কুটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাবেক সভাপতি, সাবেক এমপি এ্যাডঃ আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ আইনুল হক। আরও বক্তব্য রাখেন এ্যাডঃ এমাম আলী, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডঃ আনোয়ারুল আজিম খোকন, এ্যাডঃ মোঃ ইউসুফ আলী (২), এ্যাডঃ আবু রুসদ হাবিব, এ্যাডঃ নিয়ামুল হক চৌধুরী, এ্যাডঃ মাহফুজ আলী চৌধুরী, এ্যাডঃ তৌহিদা ইয়াসমিন তানিন, এ্যাডঃ মোল্লা সাখাওয়াত হোসেন, এ্যাডঃ মাহফুজ আলী। এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালে মারা যান। তার জানাযায় ৪০ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল।

সবার উপস্থিতিতে সংসদ ভবনের পাশে তাঁকে দাফন করা হয়। অথচ এতো দিন পর প্রধানমন্ত্রী বলছেন, কাফিনে নাকি শহীদ জিয়ার লাশ ছিলো না। আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন শহীদ জিয়া নাকি মুক্তিযোদ্ধাই ছিলেন না। তাদের এই কুটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারাদেশের ন্যায় দিনাজপুরেও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।