মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ১ বছর পর গঠিত হলো জেলা ছাত্রলীগ কুড়িগ্রাম। গত কিছুদিন আগে নানা গুজব শোনা গেলেও কমিটি হয়নি কুড়িগ্রামের, গতকাল ২৮ জুন দুপুর ১ ঘটিকার সময় প্রকাশ করা হয় জেলা ছাত্রলীগ কমিটির আংশিক তালিকা উক্ত কমিটিতে যুক্ত হলেন সভাপতি মোঃ রাজু আহমেদ, সহ-সভাপতিঃমো;তৌফিকুল ইসলাম টুটুল, আল-আমিন সরকার লিংকন, সাধারণ সম্পাদকঃসাদ্দাম হোসেইন, যুগ্ম-সাধারণ সম্পাদকঃআশিকুর রহমান আশিক, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদকঃফুয়াদ ইবনে আজাদ ফাহিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান আতিক ও আশরাফুল আলম।
উক্ত নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচছা জানানোর জন্য উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক জাকির সরকার বুলেট, দপ্তর সম্পাদক আরিফ হাসান মাসুদ, সমাজসেবা সম্পাদক নাঈমুল হাসান নাহিদ, সাংস্কৃতিক সম্পাদক জাকিউল ইসলাম পিনু সহ উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ শুভেচ্ছা বিনিময় সহ ফুলেল শুভেচছা জানায়।
এর আগে গত ১৭ নভেম্বর ২০১৯ সালে কেন্দ্রীয় ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটি, সদর,ফুলবাড়ী ও রৌমারী উপজেলা ও কুড়িগ্রাম সরকারি কলেজ কমিটি ও পলিটেকনিক ইনস্টিটিউট কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করে। কারন হিসেবে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ড অর্থনৈতিক কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগ আনয়ন করা হয়।
সেসময় একযোগে কয়েকটা কমিটি বিলুপ্ত করায় সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। দীর্ঘ সময় ধরে সম্ভব্য প্রার্থীরা কেন্দ্রে নানাভাবে লগিং করেন।
শেষ পর্যন্ত ১ বছর ৮ মাস পর আংশিক নয় সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন এই কমিটিকে অনুমোদন করায় খুশি সাধারণ কর্মীরা। তবে অন্য কমিটি গুলো কবে ঘোষণা করা হবে এ নিয়ে কৌতুহল রয়েছে সাধারণ কর্মীর মাঝে। বিলুপ্ত কমিটির সভাপতি শেখ রকিবুজ্জামান রাকিব বলেন সভাপতি / সাধারণ সম্পাদক পদে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। আশা করা যায় এই কমিটির মাধ্যমে ছাত্রলীগ আরো শক্তিশালী সংগঠনে পরিনত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।