

যশোরের মণিরামপুরে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রোজ সোমবার (১০ মার্চ) মণিরামপুর সরকারি কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মণিরামপুর উপজেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা ছাত্রদলের কামরুজ্জামান, আহবায়ক মণিরামপুর পৌর ছাত্রদল, আবু সাঈদ অমি, সিনিঃযুগ্ন আহবায়ক, সাব্বির হোসেন, যুগ্ন আহবায়ক, ছাত্রনেতা-গোলাম রসুল সাদ্দাম, জাবের হোসেন, নাসিমসহ মণিরামপুর কলেজ ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ধর্ষণ রোধে আইন সংস্কারের দাবি জানান ছাত্রদল নেতারা। এছাড়াও মণিরামপুর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।