পৌরসভা নির্বাচন, রাণীশংকৈলে মনোনয়ন ফরম দাখিলে আচরণবিধি লঙ্ঘন
মোঃ আল আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনের মনোনয়ন ফরম দাখিলে আচরণবিধি মানেনি কোন প্রার্থী।
সরেজমিনে দেখা যায়, আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা মানেনি কোন আচরণবিধি। আচরণবিধি লঙ্ঘনে পিছিয়ে নেই নারী-পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও ।
তবে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়ন ফরম দাখিল করলেও নির্বাচন কর্মকর্তা বা রিটানিং কর্মকর্তার তেমন কোন সক্রিয় ভূমিকা চোখে পড়ার মত ছিলোনা।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ১১নং শর্তে স্পষ্ট বলা রয়েছে কোন প্রার্থী মনোনয়ন ফরম দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শো-ডাউন করিতে পারিবে না।
এছাড়াও পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়ন ফরম দাখিল করিতে পারিবে না। নির্বাচনের পূর্বে কোন প্রকার মিছিল বা শো-ডাউন করিতে পারিবে না।
অথচ এ নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে।
রোববার (১৭জানুয়ারী) ছিল উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। এদিন বেলা ১২টায় বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করতে আসেন উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবদুল খালেক, পর্যায়ক্রমে মিছিল নিয়ে উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক জিয়াউর রহমান ইউপি চেয়ারম্যান মাহবুব আলম সহ তার দলীয়কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুন নবী পান্না বিশ্বাস, ছাত্রলীগের সাবেক নেতা স্বতন্ত্র প্রার্থী রুকুনুল ইসলাম ডলার ও ব্যাপক সমর্থক ও মিছিল নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান পৌরমেয়র আলমগীর সরকার, আ.লীগ মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু প্রকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করে উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক সম্পাদক তাজউদ্দীন পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমসহ নৌকা প্রতীক সহকারে বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
এর আগে শনিবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম দাখিল করেন পৌর’আ’লীগের সম্পাদক ভিপি রফিউল ইসলাম, জাতীয়পার্টির মনোনীত প্রার্থী আলম, স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নওরোজ কাউষার কানন, সাধন বসাক, ইসতেখার আলম ও স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন সকলেই মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
এছাড়াও নারীপুরুষ কাউন্সিল’র প্রার্থীরাও বিশাল মিছিল নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মেয়রপদে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। কাউন্সিল’র পদে ৩৪জন সংরক্ষিত নারী আসনের ১২জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।
পৌরসভা নির্বাচনে নারী ভোটার ৭হাজার ৩শত ৬৮জন ও পুরুষ ভোটার ৭হাজার ২শত ৮৬জন, সর্বমোট ভোটার ১৪ হাজার ৬শত ২৪জন। ভোট অনুষ্ঠিত হবে ১৪ফেব্রুয়ারী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার জানান, সুষ্ঠভাবে মনোনয়ন ফরম দাখিল হয়েছে। ভোটের সকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রার্থীদের বারবার সতর্ক করে বলা হয়েছে কোন মিছিল শো-ডাউন নিয়ে মনোনয়ন ফরম দাখিল করা যাবেনা। তবে মনোনয়ন দাখিলের সময় আমার কাছে ৪/৫ জনের বেশি লোক আসেনি। তারপরেও যেহেতু অনেকেই আচরণবিধি লঙ্ঘন করেছে বিষয়টি গুরুত্ত্ব সহকারে দেখা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।