

দলের কর্মসূচি সংক্রান্ত নিয়ে ঢাকা মহানগর বিএনপি’র নবগঠিত কমিটির নেতারা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি নেতারা।
এর জবাবে পুলিশ কমিশনার বিএনপি নেতাদের আশ্বস্ত করেছেন। কর্মসূচি পালনে আগে পুলিশকে জানানোর কথা বলেছেন তারা।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।