দলের কর্মসূচি সংক্রান্ত নিয়ে ঢাকা মহানগর বিএনপি’র নবগঠিত কমিটির নেতারা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি নেতারা।

এর জবাবে পুলিশ কমিশনার বিএনপি নেতাদের আশ্বস্ত করেছেন। কর্মসূচি পালনে আগে পুলিশকে জানানোর কথা বলেছেন তারা।