মোঃ মিজানুর রহমান,চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক, কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও কলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহজাহান মিয়ার সুযোগ্য পুত্র হোসাইন মোহাম্মদ শিপুর উদ্যোগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও তাবারক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে মিলারচর বাজারস্থ দলীয় কার্যালয়ে যুবলীগ নেতা হোসাইন মোহাম্মদ শিপুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, সদস্য কাজী হাবিবুর রহমান, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ শিপু, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন প্রমুখ।