মনিরামপুরে যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

আলিমুন খান : যশোর 
মনিরামপুরের কৃতি সন্তান জয়দেব নন্দীকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মনিরামপুর উপজেলা যুবলীগ।
মঙ্গলবার বিকেলে উপজেলা যুবলীগের নেতৃত্বে মনিরামপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে মিছিল সহকারে আনন্দ মিছিল করে। মিছিল শেষে দলীয় কার্য্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর ছেলে সুপ্রীয় ভট্টাচার্য্য শুভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স. ম. আলাউদ্দীন, মঞ্জুর আকতার, আব্দুল কুদ্দুস, পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, বাংলাদেশ নির্মান শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমন আহামেদ হায়দার, যুবলীগ নেতা পলাশ ঘোষ, সুমন দাস প্রমুখ।