নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাকামার্কা নিয়ে সাম্যবাদী দল (এম-এল) প্রার্থী হিসেবে লালমনিরহাট-৩ আসনে মনোনায়ন পত্র জমা দিয়েছেন। এ সময় অত্র সংগঠনের নেতাকর্মী ও এলাকার সমর্থকগণ উপস্থিত ছিলেন। লালমনিরহাট জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহর হাতে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।
বৃহস্পতিবার ৩০ নভেম্বর দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে স্বশরীরে এসে মনোনায়ন পত্র দেন এবং পরে সংবাদকর্মীদের নির্বাচনী বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় বিশ্বাসী যেহেতু নির্বাচনের মাধ্যমে আগামীতে দেশের সার্বিক হিসাব নিকাশ জরিত তাই নির্বাচনের বিকল্প নাই।
আমাকে আমার দল জেলার প্রার্থী ঘোষনা করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে মানুষের পাশে থেকে কাজ করার জন্য সকলের কাছে দোয়া আশির্বাদ কামনা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।