৭ই মার্চ পালনের ঘোষণা বিএনপির রাজনৈতিক ভণ্ডামি:-
নিজস্ব প্রতিবেদক:-
ঐতিহাসিক ৭ই মার্চ বিএনপির পালনের ঘোষণা আরেকটা রাজনৈতিক ভণ্ডামি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির এক যৌথ সভার শুরুতে এসব কথা বলেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘মুখচ্ছবিকে আজকে মুখোশ দিয়ে ঢাকতে চাইছে বিএনপি। ৭ই মার্চ পালনের ঘোষণা দিয়ে বিএনপি আরেক দিকে বলছে, একটি ভাষণ স্বাধীনতা এনে দেয় না। আসলে এই কথাটি বলার জন্যই তারা ৭ই মার্চের আলোচনা করছে। এটা হলো তাদের রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।’ তিনি বলেন, ‘আজ হঠাৎ করে এত বছর পর বিএনপির বোধোদয় হয়েছে। যে ৭ই মার্চকে তারা নিষিদ্ধ করেছিল। ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ শুধু নিষিদ্ধই করেনি, এই ভাষণ যারা বাজাত তাদের নির্যাতন করত, জেলে দিত।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ মার্চ মাসে বিএনপির কর্মসূচির উদ্বোধন করে আদালতে দণ্ডিত পলাতক একজন আসামি, যা এ দেশের জনগণ ভালোভাবে নেয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।