- অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা,পুন:রায় মেয়র দেখতে চায় জাহাঙ্গীর বিশ্বাসকে পৌরবাসী
মো:রফিকুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ
পৌর পিতা ডাকছে,রাজপথ কাপছে,মাশরাফী ভাই ডাকছে রাজপথ কাপছে এমন শ্রোগানে শ্লোগানে মূখরীত হয়ে পৌর পিতাকে অভিনন্দন জানিয়ে পৌর-বাসি এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন।
অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা,নড়াইল পৌর-মেয়র হিসেবে পুন:রায় দেখতে চায় জাহাঙ্গীর বিশ্বাসকে পৌরবাসী।
পৌরসভার মেয়র হিসেবে পাঁচ বছর সফলভাবে দায়িত্ব পালন করায় মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে নড়াইল পৌরবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় পৌরবাসীর আয়োজনে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কম্পেলেক্স থেকে প্রায় ৫ হাজার পৌরবাসীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকা পৌরবাসী আসন্ন নড়াইল পৌর নির্বাচনে জাহাঙ্গীর বিশ্বাসকে নৌকা প্রতিকে মনোনয়নের জন্য দাবী করেন এবং মেয়র হিসাবে জাহাঙ্গীর বিশ্বাসকে পুন:রায় দেখতে চান বলে শ্লোগান দিতে থাকে।
পরে বিশাল এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কম্পেলেক্স একই জায়গায় এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পথসভায় পৌরবাসীর আন্তরিক সহযোগিতায় ৫ বছর মেয়াদ সফলভাবে দায়িত্ব পালন করায় পৌরবাসীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন,মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
এ সময় তিনি পৌবাসীর উদ্দেশ্যে বলেন,পৌরবাসী আমাকে পৌর মেয়র হিসেবে পুন:রায় নির্বাচিত করলে আমাদের হীরের টুকরা জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন,নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার সার্বিক প্রচেষ্টায় নড়াইল পৌরসভাকে একটি অত্যাধুনিক মডেল পৌরসভা উপহার দিবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, ২০১৫ সালে ৩০ ডিসেম্বর নড়াইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে নড়াইল পৌরসভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস নৌকা প্রতীকে ১১ হাজার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।