‘আমরা সৃজনশীল বিরোধী দল চাই, রাজনৈতিক দল চাই, যারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, জনমানুষের কল্যাণের জন্য কাজ করবেন। জনমানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন।’
আজ শনিবার (৮ জানুয়ারি) বিকালে জামালপুরের ইসলামপুরে মো. ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের স্বপ্ন পূরণের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানের উদ্দেশ্য কায়েমের জন্য কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যায় না।’
ইসলামপুর উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে এতে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ বক্তব্য দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।