সরকারের উন্নয়ন ও অগ্রগতির প্রচারে সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ করে সংগঠনটি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বাংলাদেশের যত উন্নয়ন সবই শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরে। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রোরেল, সবই শেখ হাসিনার অবদান। করোনা মহামারিতে যখন সারা বিশ্ব অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে, তখন তিনি সারা দেশে বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে খাবার পৌছে দিয়েছেন। সবার জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং অন্তর্গত থানার নেতারা।