দেবাশীষ চক্রবর্ত্তী বাবু : কলারোয়ার জয়নগর ইউনিয়ন আওয়ামিলিগের উদ্যোগে ধানদিয়া চৌরাস্তা বাজারে কর্মি সমাবেশ অনুষ্ঠিত। (১৭ নভেম্বর বুধবার) সন্ধায় ধানদিয়া চৌরাস্তা বাজারের মাজেদ মার্কেটে, ইউনিয়ন আওয়ামিলিগের সভাপতি মাষ্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায়,
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলিগের সভাপতি ফিরোজ আহম্মদ স্বপন, তিনি তার বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে তালা, কলারোয়া-১ আসনে আওয়ামিলিগের নির্বাচিত সংসদ সদস্য দেখতে চান তিনি,
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। তিনি আরও বলেন তালা কলারোয়ার আওয়ামিলিগের দলীয় প্রার্থীতায় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য তিনি আশাবাদ ব্যাক্ত করেন এবং আওয়ামিলিগের হাতকে শক্তিশালি করার জন্য তালা কলারোয়ার সকল মানুষদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামিলিগের স্বপক্ষে কাজ করার জন্য উদ্যাত আহ্বান করেন।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পৌর মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনজির আহম্মেদ হেলাল, উপজেলা আওয়ামিলিগের সহ সভাপতি রবিউল আলম মল্লিক,
২ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার মোড়ল, যুবলীগ নেতা লাভলু, আবু দাউদ মাষ্টার, তালা উপজেলার শিক্ষা সমিতির সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আনান্দ মোহন মুখ্যার্জি সহ সকল দলের অঙ্গসংগঠনের নেতৃবিন্দরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।