মোঃ সেলিম রেজা,কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা হিসাবে গড়বার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। চাঁদাবাজ মুক্ত শিক্ষিত যুবসমাজ গড়তে চায়।
এক বক্তব্যে এমপি আজিজুল ইসলাম বলেন, আমি আপনাদের কাছে স্যার বা সাহেব হয়ে থাকতে চাই না , আপনাদের মাঝে সেবক হয়ে চীরদিন বেঁচে থাকতে চাই। আপনারা কেশবপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আমার এলাকাকে বেকার মুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের দেশে উন্নতি অবশ্যই হবে। কারোর রক্তচক্ষুকে ভয় পাবার নয়,আমাদের কেশবপুরকে আমরাই গড়ে তুলতে চাই।
দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত কনিষ্ঠ সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম নতুন মূলগ্রামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার ১৪ জানুয়ারী বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন এলাকাবাসী।এদিকে শনিবার ১৩ জানুয়ারী বিকালে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম যুবসমাজের উদ্যোগে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মূখরর্জী, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ,পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জি এম হাসান,নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর।