• কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত

 

এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস এম মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক সেলিম খানের পরিচালনায় রবিবার সন্ধ্যায় গৌরীঘোনা বাজারে সোহেল চত্ত্বরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলননে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগনেতা নিয়ামত এস এম নিয়ামত উল্লাহ, জাহাঙ্গীর আলম লিপু ও ইসরাইল হোসেন মিঠু। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, যুগ্ম-আহ্বায়ক মিলন, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউপি সদস্য মোজাহারুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাদাৎ হোসেন প্রমুখ।

সভায় শহিদুল ইসলাম মল্লিক-কে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, লিটন ঘোষ-কে সভাপতি ও ইমামুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, আসাদুল শেখ-কে সভাপতি ও মোস্তফা শেখ-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, আহাদালী সরদার-কে সভাপতি ও আফজাল হোসেন-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, ফিরোজ গাজী-কে সভাপতি ও নয়ন শেখ-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, শহিদুল ইসলাম ফকির-কে সভাপতি ও অসিম বিশ্বাস-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, আবুল হোসেন-কে সভাপতি ও বিকর্ন পালকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ, সেলিম গাজী-কে সভাপতি ও ইমরুল শেখ-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এবং আমিরুল সরদার-কে সভাপতি ও জাকির হোসেন জোয়াদ্দার-কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।