তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগ করায় অঝোরে কেঁদেছেন এক যুবক। ১৫ মিনিটের ফেসবুক লাইভে তার কান্নার ভিডিও ভাইরাল হয়ে গেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে মাত্র ২২ ঘন্টার ব্যবধানে ওই ভিডিওতে লাইক পড়েছে ১৫ হাজার,
কমেন্ট পড়েছে ৬ হাজার ৪০০, শেয়ার করেছেন ৭৪১ জন ও ভিডিওটি দেখেছেন প্রায় পৌনে দুই লাখ মানুষ। জানা গেছে, এমডি রানা সরকার নামের এই যুবক জামালপুরের সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সদস্য। তিনি নিজেকে মুরাদ হাসানের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় তুলে ধরেছেন।
ওই ভিডিওটিতে তিনি বলেন, ‘তিনি (মুরাদ) বিভিন্ন সময় ভুল বক্তব্য দিতেন। পাশে থাকা সুবিধাভোগী তৈলবাজ নেতা-কর্মীরা ভুল ধরিয়ে দেয়ার পরিবর্তে আরও উৎসাহ দিয়েছে। ফলে ভুলভাল মন্তব্যে বার বার সমালোচিত হয়েছেন প্রতিমন্ত্রী। যুবলীগ নেতার এই ভিডিও দেখে তাকে তোষামোদকারী উল্লেখ করে হাসি-তামাশায় মেতেছেন নেটিজেনরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।