রোকন মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদ জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা কৃষক দল।
শনিবার কৃষক দলের উদ্যোগে শহরের ডায়াবেটিস মোড় থেকে জাহাজ ঘর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,
জেলা কৃষক দলের আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক সামিউর রহমান হীরা, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব,
জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি নাছিম পারভেজ তারা, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদল ইসলাম রাশেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।