হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সারাদেশে বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বির্তকিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ জুম্মার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখার আয়োজনে থানাহাট বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে জামে মসজিদের প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ রুকুনুজ্জামান লিটন, মুজাহিদ কমিটির সভাপতি মোঃ জামিউল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা, বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বির্তকিত বিষয়বস্তু সংযোজনের জন্য দাবী জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।