দেশে এবারই প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু শপথ নিলেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ১১টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য এবং সাধারণ আসনের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শপথ বাক্য পাঠ করান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সুদন সাহা, পরিবার পরিকল্পনা অফিসার তরুণ কুমার,

সমাজসেবা অফিসার কৌশিক খান, বিআরডিবি অফিসার খায়রুল হক, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় কর্মরত সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম ঋতু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।