বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব,

শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শিশির দাস,সন্ধী, মামুন, রাফি প্রমুখ। উল্লেখ্যঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ।

প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সাবেক ছাত্রনেতা বর্তমান কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি।