জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে একদিনে পাচঁ উপজেলায় সাংগঠনিক সফর করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) নাগরপুর,দেলদুয়ার,মির্জাপুর , বাসাইল,সখিপুর, এসব উপজেলাগুলোতে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শাজাহান সাজুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন। এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পাসহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা।