গড়ব মোরা ফেডারেশন, গরীব দুঃখীর সংগঠন এই স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বালিয়া ইউনিয়ন ফেডারেশনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ও আলহাজ্ব ডাঃ শহিদুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নূরে আলম ছিদ্দিকী মুক্তি।
এ সময় আরও উপস্থিত ছিলেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং দেবীপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন। বালিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মশিউর রহমান। উপজেলা ফেডারেশনের সমন্বয় কমিটির মোঃ রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম। ৩নং এর ইউপি সদস্য মোঃ মাসুদ হোসেন।
শপথ বাক্য পাঠ করান আর ডি আর এস বাংলাদেশ, ঠাকুরগাঁও এর সিনিয়র সোশ্যাল ম্যানেজম্যান্ট অফিসার মোঃ হাবিবুর রহমান।
নবনির্বাচিত কমিটি মধ্যে হলেন সভাপতি জামিনী রায়, সহ-সভাপতি আরজিনা,সাধারণ সম্পাদক পূরবী রানী, কোষাধ্যক্ষ মোঃ মাজেদুই ইসলাম, সংরক্ষিত সদস্য ফাতেমা ও শাহানাজ
সদস্য তাপোস চন্দ্র, মানিক চন্দ্র ও মোটাই কিসকো।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তমিজ উদ্দিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।