আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রুহিয়া থানা বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৪ টায় রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল এর সভাপতিত্বে সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক।
সভায় বক্তব্য রাখেন রুহিয়া থানা কৃষক দলের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলহাজ্ব আইনুল হক, সাধারণত সম্পাদক ইউপি সদস্য লুৎফর রহমান। রুহিয়া থানা যুবদলের সভাপতি ইউপি সদস্য আনার আলী, সাধারণত সম্পাদক আবু শাহিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা সেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল রানা। থানা ছাত্রদল সদস্য সচিব মিলন চৌধুরী প্রমুখ।
সভায় রুহিয়া থানার নবগঠিত সেনুয়া ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানাগেছে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, দেশের গনতন্ত্রকে ফিরিয়ে আনা এবং সাধারন মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভায় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।