মহান মুক্তিযুদ্ধের ৫০ তম বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা’ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
১৮ ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিজয় শোভাযাত্রা বের হয়ে ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল, যুগ্ন সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, পৌর মেয়র আনঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা এ্যাপোলোসহ অনেকে অংশ নেয়।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ সহ বিভিন্ন থানা,ওয়ার্ড থেকেও মানুষের ঢল নামে। এসময় জয় বাংলার শ্লোগানে মুখোরিত হয়ে উঠে শহর। পরে ডাকবাংলো চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।