ডা. আজাদ খান,বিভাগীয় ব্যুরো প্রধান ময়মনসিংহ: জামালপুর জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ৩রা সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস/২৪ উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সহ-সভাপতি মো: লিয়াকত আলী র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো: ওয়ারেছ আলী মামুন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হক, সহঃ সভাপতি মো: লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম- সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
এক পর্যায়ে জনসমাবেশে রুপ নেয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক দিদারুল আলম কালা, এনামুল হক খান মিলন, রমজান আলী রন্জু, শাহাদাৎ হোসেন বাবুল, শেখ আব্দুস সোবহান, জীবন কৃষ্ণ বসাক, মনোয়ার ইসলাম কর্ণেল, তরুণ হাসান কাজল, সাখাওয়াত হোসেন শুভ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।