উজ্জ্বল হাসান | সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনি হাওরে ধান কাটা-মাড়াই ও খলায় ধান শুকানোর কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ-এর উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়।

তাহিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাওরে ধান কাটা ও খলায় ধান শুকানোর কাজে নিয়োজিত প্রায় শতাধিক শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুষেন বর্মন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম আখঞ্জী (টিটু), উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, আবু জাহান তালুকদার, তানভীর হাসান প্রমুখ।