জিএম টিপু সুলতান,প্রধান সংবাদদাতাঃ আজ (১৯ জুলাই ২০২১ ইং) নেহালপুর কালীবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহাদয়ের নিজস্ব তহবিল হতে মহামারী করোনা ভাইরাস Covid-19 এর প্রাদুর্ভাবে কর্মহীন মনিরামপুর উপজেলার থ্রি হুইলার মাহেন্দ্র গাড়ীর সকল শ্রমিকদের মাঝে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের ঈদ উপহার নগদ টাকা বিতরণ করা হয়।
থ্রি হুইলার চালক সমিতির সভাপতি অলোক ভট্টাচার্য্যের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ১৫ নং কুলটিয়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বাবু শেখর চন্দ্র রায়, ১৭ নং মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব কবির খান,
ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ সরকার, সাধারন সম্পাদক মজিবর রহমান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডল, সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান আওয়ামীলীগ নেতা ডাঃ আতিউর রহমান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।