- নড়াইলে আওয়ামী-লীগের বিজয় মিছিল অনুষ্ঠিত
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
বাংলাদেশ আওয়ামী-লীগের নেতৃত্বে ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন ও অর্জিত সকল বিজয়কে স্বাগত জানিয়ে (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাঁপন উপলক্ষে নড়াইলে আওয়ামী-লীগের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ডিসেম্বর) বুধবার বিকালে জেলা আওয়ামী- লীগের আয়োজনে বিজয় মিছিলটি নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকার বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এসে শেষ হয়।
নড়াইল জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাড: সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে,সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আওয়ামী-লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড: ফজলুর রহমান জিন্নাহ,জেলা আওয়ামী-লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিসদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,এসময় সভা পরিচালনা করেন সাবেক জেলা আওয়ামী-লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন।
আরো উপস্থিত ছিলেন,জেলা মহিলা আওয়ামী-লীগের সভাপতি রাবেয়া ইউসুফ,সাধারণ সম্পাদক ইসমত আরা,নারী নেত্রী আঞ্জুমান আরা,পৌর আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক জিএস ফরহাদ হোসেন,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক ভিপি গাউসুল আযম মাসুম,মৎস্যজীবি-লীগের সভাপতি সাইফুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল,সাধারণ সম্পাদক এস এম পলাশ,জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম,সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান পলাশসহ জেলা আওয়ামী-লীগ,মহিলা আওয়ামী-লীগ, উপজেলা,পৌর ও ইউনিয়ন আওয়ামী-লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দি প্রমূখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।