পাটগ্রাম পৌরসভা মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চ কমিটি অনুমোদন

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌর শাখার মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চ কমিটির পুনাঙ্গ আনুমোদন দেন আজ।লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ আরমান হোসেন সাকিব ও সাধারণ সম্পাদক মোঃরিয়াদুল হাবিব সুজন স্বাক্ষরিত কমিটিতে পৌর শাখার সভাপতি নির্বাচন হন মোঃআবদুল্লাহ আলম মামুন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃফিরোজ আল মামুন।

এসময় মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আরমান হোসেন সাকিব দৈনিক কলম কথাকে বলে রংপুর বিভাগের মধ্যে মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের হাত ধরেই শ্রেষ্ট জেলায় পরিনিত করতে চাই।তিনি আরও বলেন আজকে যাদের নিবার্চন করা হলে তাদের হাত ধরেই এগিয়ে যাবে পাটগ্রাম পৌরশাখা।