আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অশান্ত পাহাড়ে বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী ও ডাকাতির ঘটনায় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্টের ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামায়াত।
সোমবার রাজধানীর শান্তিবাগে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাছিম বলেন, বাংলাদেশের শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে শেখ হাসিনা নেতৃত্বে।
তিনি বলেন, পাহাড়ের ঘটনায় বিএনপি-জামায়াত এই সন্ত্রাসী, ডাকাতদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় দেশের ১ ইঞ্চি মাটিও কোন সন্ত্রাসী গোষ্ঠী বা কোন বিদেশি শক্তি দখলে নিতে পারবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।