কেএম জহুরুল হক জনি, গাইবান্ধা প্রতিনিধিঃ (সাঘাটাফুলছড়ি-৫) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা নমিনি মাহমুদ হাসান রিপনের নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার ৩ নং উদাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাড্ডার মোড় নামক বাজারে এই ঘটনা ঘটে।
ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, নির্বাচনী অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ নির্বাচনী অফিসে থাকা টেবিল চেয়ার ভাঙ্গচুর করা হয়েছে এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বললে তারা দৈনিক কলম কথা পত্রিকার প্রতিনিধিকে জানান যে কে বা কাহারা গতকাল রাতের আধারে এই অফিস ভাঙ্গচুর করেছে তা আমরা জানিনা।
তবে আমরা এই ঘৃন অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী করছি।রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা থানায় দায়ের হয় নাই ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।