নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে স্বাধীনতা এনে দিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সেই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শুক্রবার (৪ জুন) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন স্থানীয় ৩ শতাধিক হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এছাড়া রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ মাদরাসাসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ২ টি এয়ার কন্ডিশনার (এসি) ও ছাত্রদের জন্য এক মাসের খাদ্য সামগ্রী বিতরন করেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে করোনা মহামারিতে একটি মানুষও অনাহারে থাকবে না। এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ।
মন্ত্রী বলেন, শুধুমাত্র করোনার সময়ই নয়, সরকার আগামীতে সব মানুষকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, লেখসিটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন , যুুবলীগ নেতা নবী হোসেন, জয়নাল হাজারী, আবু তাহের, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাছন খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।