মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখা সদস্যের সাথে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ( ৩০ জুলাই) সন্ধায় জামালপুর পৌরসভা মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শাহাবুল আকন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জেলা শাখার সহ-সভাপতি এস এম মাঈনুল হাসান কামাল, শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এহসান আলী,যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, এম কাউসার সৌরভ, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক আল-আমিন, কার্য্যকরি সদস্য শেখ ফরিদ, মোঃ ছামিউল ইসলাম,শাহীন আলম, নাইম আলমগীর প্রমূখ।
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি সরকারের উন্নয়ন, অগ্রগতি ও অর্জনসমূহ তাদের ফটো ও ফুটেজের মাধ্যমে দেশ ও জাতিকে অবহিত করার পরামর্শ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।