আজম খান, বাঘারপাড়া(যশোর): বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে মতবিনিময় করেছেন যশোর -৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
শনিবার সকাল ১১টায় পরিষদের ভাইস চেয়ারম্যানের উপজেলা পরিষদের অফিস কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদিন বিশ্বাস। দুপুর ১২ টায় আরশাদ পারভেজ এর রাজনৈতিক অফিসে নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, ফারাজি জিয়াউল হক জিয়া, বাঘারপাড়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সাবেক ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা কামাল হোসেন, মৎস্যজীবীলীগ নেতা মাজহারুল ইসলাম তুরকি,শাহিনুল ইসলাম শাহিন,আজিজুর রহমান বকুল, রিপন হোসেন, গোলাম সরোয়ার প্রমুখ।
প্রানমন্ত্রীর নির্দেশে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় অব্যাহত রেখেছেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।