মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপির ওপরই নিষেধাজ্ঞা আসা উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নতুন করে গণতন্ত্র উদ্ধারের প্রয়োজন নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নিজেদের দলেই গণতন্ত্র নেই, দেশে কী গণতন্ত্র আনবে? আজিজ মার্কা কমিশন, মাগুরা, ১৫ ফেব্রুয়ারি ও ঢাকা-১০ আসনের নির্বাচন, ২০০৬ সালে ১ কোটি ভুয়া ভোটার দেখলেই বোঝা যায় তারা গণতন্ত্র মানে না, হত্যা করে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি কর্মসূচির সময় আগুন সন্ত্রাস, পুলিশের ওপরে হামলা, বাস পোড়ানো ও নাশকতা করে। যেহেতু ক্ষমতায় আছি, জনগণের জানমাল রক্ষা করা আমাদের ওয়াদা, দায়িত্ব ও কর্তব্য।