দলীয় সিদ্ধান্ত অমাম্য করে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোর ও বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (৮ জানুয়ারি) নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত পত্রে জানানো হয়, দলীয় শৃংখলা ভঙ্গ করে দলের সিন্ধান্তের বাহিরে গিয়ে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে মেয়র প্রার্থী হওয়ায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, নাটোর পৌরসভার সাবেক মেয়র ও নাটোর পৌর বিএনপির সভাপতি শেখ এমদাদুল হক আল মামুন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম লেলিন এবং বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম জামাল।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কেন্দ্রের দেওয়া নির্দেশনা অনুযায়ী তিন নেতাকে দল থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রে অনুলিপি পাঠানো হয়েছে।