উজ্জ্বল হাসান,সুনামগঞ্জ: করোনা ভাইরাসের প্রার্দূভাব দেখা দেয়ায় ধান কাটার শ্রমিক সংকটে দেশের কৃষকরা। তখন বিভিন্ন জেলায় যুবলীগ ধান কেটে দিচ্ছে। এবার কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যু্গ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদের নির্দেশনায় সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য লুৎফুর রহমান নাঈমের নেতৃত্বে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বড়বন্দ হাওরে কৃষকের বোরো ধান কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা সুলাইমান সিকদার, বিপ্লব হোসেন, আনোয়ার হোসেন, সেলিম, আকিনুর, ইবাদুর রহমান শুভ, সোহাগ, খোকন সিকদার, বাদল মিয়া, তোফাজ্জল হোসেন, জাহির, মরম আলী, ইকবাল, জুয়েল, আফসার উদ্দিন, মহসিন-সহ আরো অনেকেই। এসময় সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য লুৎফুর রহমান নাঈম বলেন, আজ দেশে এই মরণঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষ বিপর্যস্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঘরবন্দী থাকলেও সরকার তাদের নিয়মিত খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছে। সুনামগঞ্জের হাওরে কোন শ্রমিক না আসায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যু্গ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদের নির্দেশনায় আমরা বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।