তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে তামারহাজি জয়নদ্দিন মিনা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক তজিমউদ্দিন মোল্যা, পরমেশ্বদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সোলায়মান মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক হারান চন্দ্র দাস, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মান্নান মান্নান মাতুব্বর,
আইন বিষয়ক সম্পাদক সৈয়দ করম আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিখিল চন্দ্র বিশ্বাস, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শরীফ শাহিনুর আলম, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. ইসলাম মোল্যা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।