মণিরামপুরের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সফিয়ারের মোটরসাইকেল শোডাউন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা সফিয়ার রহমানের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে। মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি সফিয়ার রহমানের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী সংগঠন ও সমর্থকরা এ মোটারসাইকেল শোডাউনে অংশ নেয়।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন যুবলীগের সাবেক ৩ বারের সভাপতি সফিয়ার রহমান তার নিজ গ্রাম খড়িঞ্চি গ্রামের মিনা বাজার মোড় থেকে এ শোডাউন বের হয়। এরপর ইউনিয়নের জালালপুর, টেংরামারী, কদমবাড়িয়া, চাঁদপুর, কাশিপুর, হেলাঞ্চী, গালদা, তালতলা বাজার হয়ে খোদাপাড়া বাজারে এসে মোটরসাইকেল শোডাউন শেষ হয়। এ সময় মনোনয়নের দাবিতে কর্মী-সমর্থকরা মুহুর্মুহু শ্লোগান দেয়। এসময় সাথে ছিলেন যশোর জেলা শাখার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্থানীয় ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা ও গালদা-খড়িঞ্চী সম্মিলনী মাধামিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম, মকলেচুর রহমান, আসাদুজ্জামান ডাবøু, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ যুগ্ম-আহবায়ক তারক দেবনাথ, স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সফিকুল সরদার, রফিকুল সরদার প্রমূখ। শোডাউন চলাকালে ইউনিয়নের ছোট-বড় বাজার ও মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করা হয়।
নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাইলঃ ০১৭২১৩৯০২০৮
তারিখ-০৪/০৩/২০২১ইং
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।