মহম্মদপুর উপজেলা আঃ লীগের সম্পাদক লিটন মতুয়া সম্মেলনে, তাদের পাশে থাকার প্রতিশ্রুতি
মাগুরার মহম্মদপুর উপজেলার সালধা গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী মতুয়া সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটনের পরিদর্শন।
উপজেলার নহাটা ইউনিয়নের হিন্দু সালধা গ্রামের সর্বজনীন কালী মন্দিরে ৩দিন ব্যাপী মতুয়াদের উৎসব মতুয়া সম্মেলেন অনুষ্ঠিত হয়।এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার মহোদয়, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন।
জানা যায় ১ম দিন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। ২য়দিন পরিদর্শন করলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।এসময় তাঁর সফর সঙ্গী ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আলী মিয়ার ভাই মোঃ হান্নান মিয়া, ওয়ার্ড মেম্বার আতাউর রহমান আলফু,দরিসালধার হাবিবুর রহমান,বিল্বপাড়ার আতাউর রহমান, নহাটার সাবেক মেম্বর খায়রুল ইসলাম মন্নু, অসীম কুমার গয়ালী, নিরাপদ বাগচী সহ আরো অনেকে।এসময় সম্পাদক সাহেব বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ধর্মনিরপেক্ষ সরকার।ধর্ম যার যার উৎসব সবার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহা সড়কে অবস্থান করছে। ইতিমধ্যে জাতিসংঘ আমাদের দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে সীকৃতি দিয়েছে যা সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শিতার জন্য। তাই জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হিন্দু মুসলিম সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আরো বলেন, আমি আপনাদেরই এলাকার সন্তান, আপনাদের সকল সুযোগ সুবিধা দেখার দায়িত্বও আমার।ভবিষ্যতে যেকোন সুযোগ সুবিধার জন্য আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব।এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।