মোঃ মিলন আকন রনি|মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৯ শিক্ষার্থীসহ মোট ১১ জন আহত।
এদের মধ্যে ৫ জন গুরুতর আহত হওয়ায় মোরেলগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

আহতরা হলেন,ঐ ইউনিয়নের সোনাতলা গ্রামের উজ্জ্বল বিশ্বাস (২৪),রুনু বিশ্বাস (২০) পালের খন্ড গ্রামের রুবেল(২১) কিরন বৈরাগী (২৩)নাইম খান(২০) ইমরান খান(২১) ডুমুরিয়া গ্রামের শাওন খান (২৪), আবুবকর খলিফা (১৭) রাব্বি (১৯) মেহেদী হাসান শেখ(২২)।
এদের মধ্যে হাসপাতালে ভর্তিরত উজ্জ্বল বিশ্বাস গণমাধ্যমকে জানায়ঃ মঙ্গলবার বিকেলে তারা সবাই ক্রিকেট খেলার সময় ডুমুরিয়া গ্রামের মধু ও সোনাখালি গ্রামের হাসান হাওলাদারের নেতৃত্বে ৮/৯ জন লোক মোটরসাইকেল যোগে এসে তাদের উপর অতর্কিত হামলা ও মারপিট করে, এ ঘটনায় তারা গুরুতর আহত হয়। তিনি আরো বলেন ঃ তারা বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বাদশার পক্ষে নির্বাচনি প্রচারনার জন্য সোসাল মিডিয়ায় ( ফেসবুক) একটি স্ট্যাটাস দেয় এটাই তাদের অপরাধ। বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বাদশা তাদের হাসপাতালে দেখতে যায় এবং তাদের চিকিৎসার ব্যাপারে উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডাঃ মুফতি কামাল হোসেনের সাথে দেখা করেন। ঘটনা সম্পর্কে থানার কর্মকর্তা জানানো হলে পুলিশ বাহিনী গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে কিন্তুু কাউকে আটক করতে পারেনি। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেনঃ ঘটনার অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।